আর্কাইভ থেকে দেশজুড়ে

দোহারে ভেজাল সেমাই কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

দোহারে ভেজাল সেমাই কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

ঢাকার দোহারে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও বাজারজাতকরণের দায়ে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সেইসাথে সেমাই কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় র‌্যাব-১১ এর সহযোগিতায় অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

ভ্রাম্যমাণ আদালত জানিয়েছে, আসন্ন ঈদকে সামনে রেখে জয়পাড়া বৌ বাজার এলাকার এক বাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশ ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া সেমাই তৈরি করা হচ্ছিল। মঙ্গলবার সেখানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে ও ভেজাল সেমাই খাদ্য তৈরি ও বাজারজাতকরণের অপরাধে ওই কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সিলগালা করে দেয় হয় কারখানাটি। পরে প্রস্তুতকৃত সেমাই নষ্ট করে দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র জানান, আমাদের ভেজালবিরোধী অভিযান পরিচালনা চলবে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন দোহারে | ভেজাল | সেমাই | কারখানায় | অভিযান | লাখ | টাকা | জরিমানা