নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামকে দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করে বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
আজ শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ২০১৮-১৯ অর্থ বছরের এলজিএসপি-৩ এর বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করতে ডিএফ মো. আব্দুল হালিমের স্বাক্ষর ও সিল জালিয়াতি করার অভিযোগ পাওয়া যায় চেয়ারম্যানের বিরুদ্ধে। এ নিয়ে ওই ইউপির সচিব মো. তৌফিক রহমান ও মহিলা ইউপি সদস্য কবিতা বেগম জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। তদন্তে বিষয়টির সত্যতা প্রমাণিত হলে স্থানীয় সরকার বিভাগকে জানানো হয়।
এ ব্যাপারে চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, এসব অর্থ তোলার কাজটি করেন ইউপি সচিব। এ ব্যাপারে তিনি জানেন না। আমি কিছু বলতে পারব না।
শেখ সোহান