যেখানে কঙ্গনা, সেখানেই বিতর্ক। কিছুদিন আগেই বির্তকিত পোস্ট দেয়ার কারণে কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে। তারপর থেকে ইনস্টাগ্রামে সরব ছিলেন এই বলিউড কুইন। কিন্তু এবার সেখান থেকেও কঙ্গনার দেওয়া পোস্ট সরিয়ে নেওয়া হল।
গত শনিবার তিনি ইনস্টাগ্রামে নিজের করোনা সংক্রমিত হওয়ার খবরটি জানিয়ে লিখেছেন, এই রোগ সাধারণ সর্দি-জ্বর ছাড়া আর কিছুই নয়। সংবাদমাধ্যমের কারণেই মানুষ করোনা নিয়ে আতঙ্কে পড়েছেন।
সবাইকে সর্তক করে তিনি বলেন, এই ভাইরাসকে ক্ষমতাশালী হতে দেয়া যাবেনা। ভয় পাবেন না। যদি ভয় পান, তবে সে আপনাকেও ভয় দেখাবে।
রোববার দুপুরে কঙ্গনা নতুন একটি পোস্ট দিয়েছেন ইনস্টাগ্রামে। জানা যায়, তার সেই পোস্ট সরিয়ে দিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।
কঙ্গনার দাবি, নেটমাধ্যমে সন্ত্রাসবাদী এবং কমিউনিস্টরা সরব। তবে এবার জানলাম, কোভিড ফ্যান ক্লাবও আছে।’
মুনিয়া