আর্কাইভ থেকে করোনা ভাইরাস

করোনার ধ্বংসযজ্ঞ আর কতদিন, যা যা বললেন দেবী শেঠি

করোনার ধ্বংসযজ্ঞ আর কতদিন, যা যা বললেন দেবী শেঠি

করোনা ভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। দেড় বছরের বেশি সময় ধরে করোনা চালিয়ে যাচ্ছে তার ধ্বংসযজ্ঞ। এই ধ্বংসযজ্ঞ আর কতদিন সেই প্রশ্নই এখন সবাইকে কুড়ে কুড়ে খাচ্ছে।

উপমহাদেশের বিশিষ্ট কার্ডিয়াক বিশেষজ্ঞ ভারতের নারায়ণ ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সেসের প্রতিষ্ঠাতা ডা. দেবী শেঠি সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে করোনাভাইরাস নিয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করেন।

তিনি জানান, মহামারির চরিত্র সম্পর্কে যতটুকু জ্ঞান রয়েছে, তার আঙ্গিকেই বলছি কোভিডের সংক্রমণ আপাতত চলবে। আগামী বছর মাঝামাঝি সময় পর্যন্ত তা কমবেশি তার দাপট দেখাবে। তাই সবাইকেই সে বিষয়ে এখন থেকেই মানসিক প্রস্তুতি রাখতে হবে।

করোনার তৃতীয় ঢেউ নিয়ে তিনি বলেন, করোনার তৃতীয় ঢেউ আসবেই কি না সে ব্যাপারে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তবে তৃতীয় ঢেউয়ের তীব্রতা কিছুটা কম থাকে।

তিনি বলেন, বয়স্ক মানুষ করোনা আক্রান্ত হয়ে যখন আইসিইউ বেডে থাকেন তখন চব্বিশ ঘণ্টা তার অ্যাটেন্ডেন্ট লাগে না। তবে কোনো শিশু কোভিড আক্রান্ত হয়ে আইসিইউতে সে সব সময়ে তার বাবা-বা মাকে পাশে চাইবে। তাই বাবা-মায়ের টিকাগ্রহণ করা উচিত বলে আমি মনে করি।

করোনা থেকে বাঁচতে টিকা নেওয়ার ওপরই জোর দেন এই বিশেষজ্ঞ।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন করোনার | ধ্বংসযজ্ঞ | আর | কতদিন | দেবী | শেঠি