আর্কাইভ থেকে এশিয়া

নেতানিয়াহুকে সমর্থন দিয়ে আব্বাসকে হামলা বন্ধের আহ্বান বাইডেনের

নেতানিয়াহুকে সমর্থন দিয়ে আব্বাসকে হামলা বন্ধের আহ্বান বাইডেনের

গাজায় চলমান হত্যাযজ্ঞ নিয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল শনিবার তাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, হোয়াইট হাউস বলছে, ফোনালাপে গাজা থেকে হামাসসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর রকেট হামলার বিপরীতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি শক্ত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

এ সময় ইসরায়েলে হামাসসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর হামলার তীব্র নিন্দা জানান জো বাইডেন। উভয়পক্ষের মধ্যে চলমান সংঘাতে শিশু ও বেসামরিক নাগরিকের মৃত্যু এবং সংবাদমাধ্যমের কার্যালয় ধ্বংসের বিষয়ে উদ্বেগ জানান তিনি। হামলা থেকে সাংবাদিকদের সুরক্ষিত রাখতে নেতানিয়াহুর প্রতি আহ্বানও জানিয়েছেন বাইডেন।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনালাপে যুক্তরাষ্ট্র-ফিলিস্তিন অংশীদারিত্ব বাড়ানোর প্রতিশ্রুতি দেন বাইডেন। জেরুসালেমে সব ধর্ম ও বিশ্বাসের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে একমত প্রকাশ করেছে উভয় নেতা।

মাহমুদ আব্বাসকে গাজা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে হামাস যে রকেট হামলা চালাচ্ছে তা বন্ধ করার আহ্বান জানানিয়েছেন বাইডেন। গাজায় যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড এপি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার কার্যালয়ে বোমা হামলায় উড়িয়ে দেওয়ার পর দুইপক্ষের সঙ্গে কথা বলেন তিনি।

এদিকে, ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে আজ রোববার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠকের কথা রয়েছে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন নেতানিয়াহুকে | সমর্থন | দিয়ে | আব্বাসকে | হামলা | বন্ধের | আহ্বান | বাইডেনের