আর্কাইভ থেকে জাতীয়

৩ লাখ ২৮ হাজার জনের টিকা নিতে নিবন্ধন

৩ লাখ ২৮ হাজার জনের টিকা নিতে নিবন্ধন

আগামীকাল রোববার (৭ ফেব্রুয়ারি) থেকে ঢাকাসহ সারাদেশের এক হাজার পাঁচটি হাসপাতালে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা প্রদান কার্যক্রম একযোগে শুরু হচ্ছে। ইতোমধ্যে টিকা নিতে তিন লাখ ২৮ হাজার জন নিবন্ধন করেছেন। কার্যক্রমের প্রথম দিনেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ বেশ কয়েকজন মন্ত্রী টিকা নেবেন।

আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলন করে এ সব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. এ বি এম খুরশীদ আলম।

এদিকে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন এবং মন্ত্রণালয় ও অধীন সংস্থার গুরুত্বপূর্ণ ৪৮ জন কর্মকর্তা করোনাভাইরাসের টিকা নিতে আগ্রহী। এজন্য গত ২ ফেব্রুয়ারি নৌপরিবহন মন্ত্রণালয় থেকে তাদের তালিকা স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে।

ভ্যাকসিন নিতে ইচ্ছুক উল্লেখযোগ্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডোর সুমস মাহমুদ সাব্বির, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যার কমোডোর হুমায়ুন কল্লোল, নদী রক্ষা কমিশনের চেয়ারম্যার এএসএম আলী কবীর এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিবরা।

উল্লেখ্য গত ২৭ জানুয়ারি দেশে প্রথম করোনা টিকা প্রদান শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রমের উদ্বোধন করেন। 

এর একদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রাথমিকভাবে ৫৪১ জনকে টিকা প্রদান করা হয়।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন ৩ | লাখ | ২৮ | হাজার | জনের | টিকা | নিতে | নিবন্ধন