আর্কাইভ থেকে দেশজুড়ে

পঞ্চগড়ে লটারির মাধ্যমে বোরো ধান সংগ্রহের কৃষক নির্বাচন

পঞ্চগড়ে লটারির মাধ্যমে বোরো ধান সংগ্রহের কৃষক নির্বাচন

পঞ্চগড়ের বোদায় সরকারি গুদামে চলতি মওসুমে কৃষকদের কাছ থেকে বোরো ধান ও মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুরে বোদা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সংগ্রহ কমিটির সভাপতি মোঃ সোলেমান আলী এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বোদা উপজেলায় ১০৭ জন মিলারের কাছ থেকে  ৪০ টাকা কেজি দরে ১৫ শত ৮ মেট্রিক টণ চাল কেনা হবে। এছাড়া সরাসরি কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ১৩৭৭ মেট্রিক টণ ধান সংগ্রহ করা হবে।

এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মামুন অর রশিদ,. মিলার দেলোয়ার হোসেনসহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, সকালে কৃষক এ্যাপসের মাধ্যমে অনলাইনে লটারির মাধ্যমে কৃষকের নাম তালিকা ভুক্ত করা হয়। কৃষক এ্যাপসের মাধ্যমে উপজেলার ১০ হাজার কৃষক আবেদন করেন। এই দশ হাজার নিবন্ধিত কৃষকের মধ্য থেকে লটারির মাধ্যমে কৃষকদের একটি তালিকা বানানো হয়।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন পঞ্চগড়ে | লটারির | মাধ্যমে | বোরো | ধান | সংগ্রহের | কৃষক | নির্বাচন