আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ভারতে করোনায় একদিনে আবারও রেকর্ড মৃত্যু

ভারতে করোনায় একদিনে আবারও রেকর্ড মৃত্যু

ভারতে তিন দিন ধরে করোনাভাইরাসের সংক্রমণ কমলেও দিন দিন বেড়েই চলেছে মৃত্যু। গেল ২৪ ঘন্টায় দেশটিতে রেকর্ডসংখ্যক মানুষ মারা গেছে। দেশটিতে এবারই প্রথম করোনায় একদিনে মারা গেছে সাড়ে চার হাজারের বেশি মানুষ। তবে গেল ২৪ ঘণ্টায় কমে গেছে নতুন সংক্রমণ শনাক্তের হার। নতুনভাবে করোনা মিললো দুই লাখ ৬৭ হাজারের বেশি মানুষের শরীরে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, গেল ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে চার হাজার ৫২৯ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে দুই লাখ ৬৭ হাজার ৩৩৪ জন। যা আগের দিনের তুলনায় চার হাজার বেশি। দেশটিতে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি ৫৪ লাখের বেশি। করোনায় মোট মৃত্যু ছাড়িয়েছে দুই লাখ ৮৩ হাজার।

করোনায় মৃত্যুর তালিকার শীর্ষে রয়েছে তামিলনাড়ু। রাজ্যটিতে একদিনে মারা গেছে সাড়ে তিন শ’ জনের বেশি। একই সময়ে ভাইরাসটির উপস্থিতি মিলেছে ৩৩ হাজারের বেশি মানুষের শরীরে। এরপর ৩০ হাজারের মতো সংক্রমণ শনাক্ত হয়েছে কেরালা ও কর্ণাটকে।

প্রতিদিনের সংক্রমণ শনাক্তের হার কিছুটা কমে এসেছে মহারাষ্ট্রে। তবে মঙ্গলবার ৬৮০ জনের মৃত্যু দেখেছে রাজ্যবাসী। ৫২৫ জনের মৃত্যুতে পরের অবস্থানে রয়েছে কর্ণাটক। এছাড়াও মঙ্গলবার শতাধিক মৃত্যু লিপিবদ্ধ করে দেশটির ১১টি রাজ্য।

দেশটিতে গেল ২৪ ঘণ্টায় ২০ লাখের বেশি মানুষকে করোনা পরীক্ষা করা হয়। যা একদিনে পরীক্ষার দিক থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ। নতুন আক্রান্ত কম হওয়ায় দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা কয়েকদিন ধরেই কমতে শুরু করেছে। বর্তমানে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ৩২ লাখ ২৬ হাজার ৭১৯ জন। কয়েকদিন আগে ছিল ৩৭ লাখের বেশি।

দেশটিতে চলতি বছরের ১৬ জানুয়ারি থেকে করোনার গণটিকাকরণ কর্মসূচি শুরু হয়। এখন পর্যন্ত টিকা নিয়েছে সাড়ে ১৮ কোটির বেশি মানুষ। কয়েক সপ্তাহ ধরে দেশটির টিকাকরণ কর্মসূচিতে ধীর গতি দেখা গেছে। একই তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানেও। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে টিকা নিয়েছে ১৩ লাখ ৫৬ হাজারের বেশি মানুষ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতে | করোনায় | একদিনে | আবারও | রেকর্ড | মৃত্যু