আর্কাইভ থেকে করোনা ভাইরাস

রোববার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে যারা টিকা নেবেন

রোববার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে যারা টিকা নেবেন

বৈশ্বিক মহামারি কোভিড-19 করোনাভাইরাস প্রতিরোধে আগামীকাল রোববার (৭ ফেব্রুয়ারি) সারাদেশে টিকা কার্যক্রম শুরু হচ্ছে। যারা রোববার টিকা নেবেন, তাদের কাছে আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) মধ্যে মুঠোফোনে এসএমএস যাবে।

দেশে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে আগামীকাল রোববার করোনাভাইরাসের টিকা গ্রহণ করবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, এ পর্যন্ত তিন লাখের বেশি মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন। যারা টিকার দেয়ার জন্য নিবন্ধন করেছেন, ইতোমধ্যে তাদের নাম দেশের সব টিকাকেন্দ্রে পৌঁছে গেছে। কেন্দ্র থেকে কোন দিন কারা টিকা নেবেন, সেটা নির্ধারণ করা হবে। 

সরকারের হাতে এখনও ৭০ লাখ টিকা আছে। প্রথম দফায় ৩৫ লাখ মানুষকে টিকা দেয়া হবে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জানানো হয়েছে।  

এস

এ সম্পর্কিত আরও পড়ুন রোববার | গুরুত্বপূর্ণ | ব্যক্তিদের | মধ্যে | যারা | টিকা | নেবেন