আর্কাইভ থেকে ক্রিকেট

করোনার কারণে আবারও স্থগিত এশিয়া কাপ ক্রিকেট

করোনার কারণে আবারও স্থগিত এশিয়া কাপ ক্রিকেট

ভারতীয় উপমহাদেশে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় আবারও স্থগিত হয়ে গেলো এশিয়া কাপ ক্রিকেট। এবারের আসর আগামী জুন মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে লক্ষ্যে লঙ্কানরা প্রস্তুতিও প্রায় শেষ করে এনেছিল। 

গতবছরই এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানে। যদিও টুর্নামেন্টটির ভেন্যু ছিল আরব আমিরাতে। কিন্তু করোনাভাইরাসের কারণে গতবছরও এশিয়া কাপটি স্থগিত করা হয়।

আয়োজক দেশ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা আজ কলম্বোয় সাংবাদিকদের বলেন, বর্তমান অবস্থার কারণে এ বছরের জুনে টুর্নামেন্টটা আয়োজন করা সম্ভব নয়।

গত বছর স্থগিত করা হলেও পরবর্তী দিন-তারিখ নিয়ে মোটামুটি একটা ধারণা দেয়াছিল। কিন্তু এবার এশিয়া কাপ ক্রিকেট পরবর্তীতে কবে অনুষ্ঠিত হবে সে সম্পর্কে কোনো ইঙ্গিত দেয়া যায়নি।

অ্যাশলে ডি সিলভা জানিয়েছেন, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে এই টুর্নামেন্টটি নিয়ে আর কোনো আশা দেখা যাচ্ছে না। কারণ, আগামী ২ বছরের জন্য প্রতিটি দলই পরিকল্পনা সাজিয়েছে। এর মধ্যে এশিয়া কাপের জন্য কোনো উইন্ডো আর বের করা সম্ভব হবে না।

অ্যাশলে ডি সিলভা সব জানিয়ে দিলেও আনুষ্ঠানিক ঘোষণাটি আসবে কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে। অ্যাশলে ডি সিলভা তেমনটাই জানিয়েছেন।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন করোনার | কারণে | আবারও | স্থগিত | এশিয়া | কাপ | ক্রিকেট