আর্কাইভ থেকে জাতীয়

রোজিনার ঘটনাটি দুঃখজনক, গুটি কয়েক কর্মকর্তা-কর্মচারীর জন্য বদনাম হচ্ছে

রোজিনার ঘটনাটি দুঃখজনক, গুটি কয়েক কর্মকর্তা-কর্মচারীর জন্য বদনাম হচ্ছে

সাংবাদিক রোজিনা ইসলামের ঘটনাটি দুঃখজনক ও অনভিপ্রেত। এটি সরকারের লুকানোর কিছু নেই। গুটি কয়েক কর্মকর্তা-কর্মচারীর জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বদনাম হচ্ছে। বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

আজ বৃহস্পতিবার (২০ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে রোজিনাকে নিয়ে যে আলোচনা হচ্ছে সেই প্রশ্নের উত্তর পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হচ্ছে।

রোজিনা ইসলাম গেলো সোমবার (১৭ মে) দুপুরের পর পেশাগত দায়িত্ব পালনে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে একটি কক্ষে আটকে রাখেন। প্রায় ছয় ঘণ্টা পর রাত সাড়ে আটটার দিকে রোজিনাকে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরে রাত পৌনে ১২টার দিকে তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়। মামলার বাদী হন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী।

মামলাটি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগের তদন্তে রয়েছে। বুধবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রালয় থেকে করা অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট মামলা ডিবিতে স্থানান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন রোজিনার | ঘটনাটি | দুঃখজনক | গুটি | কয়েক | কর্মকর্তাকর্মচারীর | জন্য | বদনাম | হচ্ছে