আর্কাইভ থেকে দেশজুড়ে

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন

সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদ ও মুক্তির দাবিতে রাজশাহীতে বিভিন্ন সংগঠনের পক্ষে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। গত কয়েক দিনের মতো আজও নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট  আলুপট্টি মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বেলা ১১টায় নগরীর জিরোপয়েন্টে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার উদ্যোগে প্রথম দফায় মানববন্ধন করা হয়। এরপর বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রাজশাহী জেলা শাখার উদ্যোগে নগরীর আলুপট্টি মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, সাংবাদিকরা আমলাদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরে সরকারকে সচেতন করেন। রোজিনা জাতির কল্যাণে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছে। তাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তাদের মুখোশ উন্মোচন করতে হবে। রোজিনার পাশে হাজারো সাংবাদিক রয়েছে।

মানববন্ধনে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক,  সাবেক সভাপতি আকবারুল হাসান মিল্লত, সাংবাদিক কল্যাণ তহবিলের চেয়ারম্যান ও সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলীসহ আরও অনেকে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন সাংবাদিক | রোজিনা | ইসলামের | মুক্তির | দাবিতে | রাজশাহীতে | মানববন্ধন