আর্কাইভ থেকে করোনা ভাইরাস

কক্সবাজারে ৩৪ রোহিঙ্গা ক্যাম্পে ১০ দিনের লকডাউন

কক্সবাজারে ৩৪ রোহিঙ্গা ক্যাম্পে ১০ দিনের লকডাউন

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থীশিবিরে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ওখানকার ৩৪টি ক্যাম্পে লকডাউন শুরু হয়েছে। আজ শুক্রবার (২১ মে) থেকে ৩১ মে পর্যন্ত লকডাউন থাকবে। এর মধ্যে পাঁচটি শিবিরকে কঠোর লকডাউনের আওতায় আনা হয়েছে।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দৌজা নয়ন এ তথ্য জানিয়েছেন।

কক্সবাজার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এখন পর্যন্ত কক্সবাজারের ক্যাম্পে ৮২৩ জন রোহিঙ্গার দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২ জন মারা গেছেন।

আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম জানান, এ পরিস্থিতিতে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা দেখা দিয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সব কর্মকর্তা বা প্রশাসনিক কার্যক্রমে নিয়োজিতরা এ নির্দেশনা বাস্তবায়ন করবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন কক্সবাজারে | ৩৪ | রোহিঙ্গা | ক্যাম্পে | ১০ | দিনের | লকডাউন