আর্কাইভ থেকে ফুটবল

৭ বছর পর লা লিগা চ্যাম্পিয়ন অ্যাথলেটিকো মাদ্রিদ

৭ বছর পর লা লিগা চ্যাম্পিয়ন অ্যাথলেটিকো মাদ্রিদ

লা লিগা মৌসমুমের শুরুটা অ্যাথলেটিকো মাদ্রিদ যেভাবে শুরু করেছিল তাতে মনে হয়েছিল বেশ কিছু ম্যাচ হাতে রেখেই লা লিগায় চ্যাম্পিয়ন হবে দলটি। কিন্তু সময় যতো গড়িয়েছে উত্থান-পতনে এক সময় শিরোপা কঠিন হয়ে যায় তাদের জন্য। শেষ পর্যন্ত শেষ ম্যাচ পর্যন্ত লড়াই করে ৭ বছর পর লা লিগার শিরোপা পুনরুদ্ধার করতে পেরেছে দিয়েগো সিমিওনির শিষ্যরা।

গতরাতে শেষ রাউন্ডের ম্যাচে রিয়াল ভায়াদলিদের মাঠে স্বাগতিকদের ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে অ্যাথলেটিকো। আরেক ম্যাচে শিরোপার লড়াইয়ে থাকা রিয়াল মাদ্রিদ ২-১ ব্যবধানে জিতলেও পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে শিরোপা নিশ্চিত করে সুয়ারেজরা।

প্রথমার্ধেই শেষ রাউন্ডের ম্যাচটিতে পিছিয়ে পড়ে দলটি। ম্যাচের ১৮তম মিনিটে অস্কার প্লানোর গোলে এগিয়ে যায় ভায়াদলিদ। দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করে লিড নেয় অ্যাথলেটিকো। আনহেল কোরেয়া দলকে সমতায় ফেরানোর পর বার্সেলোনা থেকে আসা লুইস সুয়ারেজের গোলে লিড নেয় তারা।

৩৮ ম্যাচ শেষে ২৬ জয় ও ৮ ড্রয়ে ৮৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় অ্যাথলেটিকো। সমান সংখ্যক ম্যাচে ২৫ জয় ও ৯ ড্রয়ে ৮৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয় গতবারের চ্যাম্পিয়নরা। ৭৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করে আরেক জায়ান্ট দল বার্সেলোনা।

অ্যাথলেটিকোর ম্যানেজার হিসেবে এটা সিমিওনির দ্বিতীয় লা লিগা শিরোপা। সবমিলিয়ে নয়টি। সবশেষ ২০১৩-১৪ সালে সিমিওনির অধীনে লা লিগা চ্যাম্পিয়ন হয়েছিল অ্যাথলেটিকো।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন ৭ | বছর | লা | লিগা | চ্যাম্পিয়ন | অ্যাথলেটিকো | মাদ্রিদ