আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ভারতে করোনায় মৃত্যু প্রায় তিন লাখ

ভারতে করোনায় মৃত্যু প্রায় তিন লাখ

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মারা গেছে প্রায় তিন লাখ মানুষ। একই সময়ে দেশটিতে সংক্রমণ শনাক্ত হয়েছে মোট দুই কোটি ৬৫ লাখের বেশি মানুষের শরীরে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতে গেল ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে তিন হাজার ৭৮৮ জন। ১৪ মে’র পর দেশটিতে এটি সবচেয়ে কম মৃত্যু। এর আগে ১৫ মে থেকে দেশটিতে মৃত্যু চার হাজারের ওপর ছিল। এমনকি ১৭ মে দেশটিতে রেকর্ড সংখ্যক করোনা রোগী মারা যায়। ওই দিন চার হাজার ৫২৫ জনের মৃত্যু হয়েছে। বিশ্বের কোনো দেশে এখন পর্যন্ত এক দিনে এত করোনা রোগী মারা যায়নি।

অন্যদিকে গেল ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে দুই লাখ ৪৩ হাজার ৭৭৭ জন। এই নিয়ে এখন মোট শনাক্তের সংখ্যা দুই কোটি ৬৫ লাখ। সংক্রমণের দিক থেকে বিশ্বে বর্তমানে দ্বিতীয় অবস্থানে ভারত।

গেল ৩০ এপ্রিল একদিনে চার লাখ দুই হাজারের বেশি শনাক্তের মাধ্যমে বিশ্বে প্রথম চার লাখের গণ্ডি ছাড়ায় ভারত। এর আগে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রের। চলতি বছরের আট জানুয়ারি বিশ্বে প্রথম কোনো দেশ হিসাবে তিন লাখের গণ্ডি পেরিয়ে সবোর্চ্চ আক্রান্ত শনাক্ত হয়েছিল। যুক্তরাষ্ট্রে ওই দিন করোনা শনাক্ত হয় তিন লাখ তিন হাজার ৯২৪ জন। গেল ২১ এপ্রিল প্রথমবারের মতো তিন লাখ ছাড়িয়ে ভারতে সংক্রমণ শনাক্ত হয়েছিল তিন লাখ ১৫ হাজার ৮০২ জন। ওই দিনই ভাঙে যুক্তরাষ্ট্রের রেকর্ড।

ভারতে এখন পর্যন্ত প্রায় সাড়ে ১৮ কোটি মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতে | করোনায় | মৃত্যু | প্রায় | তিন | লাখ