আর্কাইভ থেকে দেশজুড়ে

৫ টাকার তাল শাঁস গাছ থেকে পড়লেই ৩০ টাকা

৫ টাকার তাল শাঁস গাছ থেকে পড়লেই ৩০ টাকা

"দুই চোখ পচিশ,  তিন চোখ তিরিশ। বাইচ্ছা লন তিরিশ "। এমন হাক ডেকে বিক্রি হচ্ছে তাল শ্বাস। রোদের তাপমাত্রা বাড়ার সাথে সাথেই বেড়েছে এর কদর। গত সপ্তাহের শুরুতেও ছিল ১০-১২ টাকা সেটিই এ সপ্তাহেই নরসিংদীর বিভিন্ন মোড়ে মোড়ে বিক্রি হচ্ছে ৩০ টাকা পিস দরে। 

নরসিংদীর স্থানীয় বেশ কয়েকটি বাজার, মোড় ঘুরে জানা যায়,  তালের শাঁস স্থানীয়ভাবে আষাঢ়ি নামেই পরিচিত। গত সপ্তাহের শুরুতে আমদানি কম থাকলেও একটা তালের শ্বাস ১৫ টাকার বেশি বিক্রি হতোনা। কিন্তু মাত্র দেড় সপ্তাহের  ব্যাবধানে এই শ্বাস এখন বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায় ।

অঞ্জন দাস নামে স্খানীয় এক হোমিও ডাক্তার জানালেন, এই ফলটি শরীরের জন্য খুবই স্বাস্থ্যসম্মত। মৌসুমী ফল হিসেবে প্রায় সবারই অল্প বেশি খাওয়া প্রয়োজন। আমি নিজে একজোড়া শাঁস কিনেছি ৬০ টাকা দিয়ে। অথচ পনের দিন আগেও এর দাম ১০ টাকা ছিলো।

তাল শ্বাস বিক্রেতা আলাউদ্দিন বলেন, আসলে চাহিদা বেশি। তাই দামও একটু বেশি। চাহিদা বেশি থাকার ফলেই এর দাম আমরা বেশি নিচ্ছি। অনায়াসে যে কেউ ৩০ টাকা করে কিনতে রাজি হচ্ছে।

দাম বাড়ার পেছনে কোনো সিন্ডিকেটের হাত আছে কি না এমন প্রশ্নের কোন উত্তর দেননি কোনো বিক্রেতাই।

রাকিব রাজ নামে এক তালগাছ মালিক জানান, আমিই নিজেই গত পরশু পুরো গাছ বিক্রি করেছি ৫০০ টাকা। একগাছে ১৫০ টিরও বেশি আষাঢ়ি ছিলো। ভ্যানখরচ দিয়েও ৬ টাকার বেশি পড়ার কথা না।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের নরসিংদী জেলার সহকারী পরিচালক মাহমুদুর রহমান বলেন, আসলে এমন ভাবে দাম বাড়ানো ঠিক না। তবে, ভোক্তা অধিকার আইনে ভ্রম্যমান দোকানিদের বিরুদ্ধে আমরা কোনো ব্যাবস্থা নিতে পারিনা।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন ৫ | টাকার | তাল | শাঁস | গাছ | পড়লেই | ৩০ | টাকা