আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ভারতে সিট বেল্টে মেয়ের মরদেহ বেঁধে ৮৫ কি.মি. যাত্রা

ভারতে সিট বেল্টে মেয়ের মরদেহ বেঁধে ৮৫ কি.মি. যাত্রা

গাড়ির সামনের আসনে সিট বেল্টে বেঁধে রাখা হয়েছে মেয়ের মরদেহ। মেয়েটি কোভিডে মারা গেছে। চালকের আসনে বসে কাঁদতে কাঁদতে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছেন বাবা। পাড়ি দেন ৮৫ কিলোমিটার পথ। সোমবার রাজস্থানের কোটা শহরে এই ঘটনাটি ঘটে।

ভারতীয় গণমাধ্যম জি ২৪ ঘন্টা জানায়, মেয়েটির বাবার অভিযোগ, মেয়ের মরদেহ বহন করতে ৪০ হাজার টাকা চেয়েছে অ্যাম্বুলেন্স। তার পক্ষে অতো টাকা দেওয়া সম্ভব ছিল না। তাই নিজের গাড়িতেই মেয়ের মরদেহ বসিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন শোকগ্রস্ত বাবা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ছবিই ভাইরাল হয়েছে। ছবিটি ভাইরাল হতেই তৎপর হয়েছে রাজস্থান প্রশাসন।

গেল ২৪ এপ্রিল করোনায় আক্রান্ত মেয়ে সীমাকে কোটার এক হাসপাতালে ভর্তি করা হয়। রোববার মারা যায় মেয়েটি। এরপর মরদেহ কোটা থেকে ঝালওয়ার পর্যন্ত নিয়ে যেতে অ্যাম্বুলেন্স ভাড়া করতে যায় তার পরিবার। তবে টাকার অঙ্ক শুনে মাথায় হাত দেয় তারা।

অবশেষে নিজের গাড়িতে বসিয়ে মেয়ের মরদেহ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন বাবা। মরদেহকে পাশে রেখে প্রায় ৮৫ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে শ্মশানে পৌঁছেন তিনি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতে | সিট | বেল্টে | মেয়ের | মরদেহ | বেঁধে | ৮৫ | কিমি | যাত্রা