আর্কাইভ থেকে এশিয়া

আল আকসা রক্ষায় কোরআনের শিক্ষিকা গ্রেপ্তার ২৮ বার!

আল আকসা রক্ষায় কোরআনের শিক্ষিকা গ্রেপ্তার ২৮ বার!

পূর্ব জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদ রক্ষায় দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে ২৮ বার গ্রেপ্তার হয়েছেন ফিলিস্তিনি এক নারী। তার নাম খাদিজা খোওয়াইস। ইসরায়েলের হাত থেকে আল-আকসা রক্ষায় নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন মুসলিম ওই নারী।

সামিদাউন ডট নেট জানায়, ৪৪ বছর বয়সী খাদিজা খোওয়াইস জেরুজালেমের অধিবাসী। ২০১৪ সাল থেকে গেল সাত বছরে আল আকসায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিটি আন্দোলনে অংশ নিয়েছেন তিনি।

মসজিদুল আকসায় ফিলিস্তিনিদের কোরআন শরিফ শিক্ষা দেন খাদিজা। মসজিদের পাশেই পরিবার নিয়ে থাকেন তিনি। তার তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে। মসজিদুল আকসার খাদেম তার পুরো পরিবার।

কোরআন শেখানোর কাজে বারবার ইসরায়েলি বাহিনীর হাতে আক্রান্ত হয়েছেন খাদিজা। ইসরায়েলি কর্তৃপক্ষের মামলা ও গ্রেপ্তারের শিকার হয়েছেন তিনি ও তার পরিবার। তবুও ভীত নন খাদিজা। কোরআন শিক্ষাসহ মসজিদুল আকসায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে নিয়মিত লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। তবে একবার গ্রেপ্তারের পর মুষড়ে পড়েছিলেন খাদিজা। কেঁদেছিলেন অঝোরে।

২০১৭ সালের ঘটনা। মসজিদে আকসায় ইসরায়েলি ইহুদিদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন খাদিজা। তাকে ২৩ দিনের জেল দেয় ইসরায়েলি আদালত। ওই বার তার হিজাব ও ওভারকোট খুলে ফেলে বর্বর ইসরায়েলি সেনারা। তাকে হিজাব ও নামাজ পড়তে প্রয়োজনীয় পোশাক ব্যবহারের অনুমতিও দেয়নি আদালত। এতে কেঁদে ফেলেন খাদিজা।

এক সাক্ষাৎকারে খাদিজা বলেন, ইসরায়েলি ইহুদিরা মসজিদুল আকসা থেকে আমাদের যত দূরে সরিয়ে দেয় এর সঙ্গে আমাদের বন্ধন তত দৃঢ় হয়। বিশ্বাস তত বাড়ে। আমরা সত্যের ওপর আছি। তারা যত বেশি কঠোর হয় আমরা যে সঠিক পথে আছি সেই বিশ্বাস তত দৃঢ় হয়।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন আল | আকসা | রক্ষায় | কোরআনের | শিক্ষিকা | গ্রেপ্তার | ২৮ | বার