ঢাকার নবাবগঞ্জে দুই কেজি গাঁজা ও নগদ ৮১ হাজার টাকাসহ স্বামী, স্ত্রী ও মেয়েকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেল সাড়ে ৫টায় বাহ্রা চরকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ঈমান আলী (৬০), তার স্ত্রী পারভিন বেগম (৫০) ও মেয়ে ইরিন জামান (২০)।
নবাবগঞ্জ থানা ডিউটি অফিসার এসআই মো. মিন্টু লস্কর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন খবরে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বাহ্রা চরকান্দি গ্রামের ঈমান আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় বাড়িতে থাকা ৩ জনকে আটক করা হয়।
পরে ঈমান আলীর বাড়ি তল্লাশি করে দুই কেজি গাঁজা ও নগদ ৮১ হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গাঁজাসহ মাদক ব্যবসায়িদের থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
মুনিয়া