আজ সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যাসাইনমেন্টের মধ্যে থাকা পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস এই তথ্য জানায়।
রাজধানীর তেজকুনিপাড়া, তেজগাঁও বালিকা বিদ্যালয় এলাকা, কারওয়ান বাজার, খ্রিস্টানপাড়া, সোনারগাঁও হোটেল, কাঁঠালবাগান, দিলু রোড, পরিবাগ, সোনারগাঁও রোডের পূর্ব পাশ, কাঁটাবন রোডের পশ্চিম পাশের এলাকায় গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া একই কারণে আশপাশের এলাকাতেও গ্যাসের চাপ কম থাকতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মুনিয়া