আর্কাইভ থেকে এশিয়া

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর রামাল্লাহ সফরে ফিলিস্তিনিদের বিক্ষোভ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর রামাল্লাহ সফরে ফিলিস্তিনিদের বিক্ষোভ

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের রামাল্লায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সফরের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছে হাজার হাজার ফিলিস্তিনি। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকেরও বিরোধিতা করে এসব ফিলিস্তিনি।

ইরানি সংবাদমাধ্যম পার্স টুডে জানায়, বুধবার এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে প্যালেস্টাইন ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস। প্রতিবাদ মিছিলে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের নিন্দা ও সমালোচনা করে ব্যাপক শ্লোগান দেয় ফিলিস্তিনিরা। এ সময় অসলো চুক্তির বিরোধিতা করে তারা। অসলো চুক্তি মূলত শেষ হয়ে গেছে বলে পরিষ্কার করে জানিয়েছে বিক্ষোভে অংশ নেওয়া মানুষ।

বিক্ষোভ মিছিলের ফেস্টুন প্ল্যাকার্ডে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত না জানানোর কথা বলা হয়েছে। পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসবাদে অর্থ যোগান না দিতে ওয়াশিংটনের প্রতি আহ্বানও জানানো হয়েছে। কোন কোন ফেস্টুন প্ল্যাকার্ডে লেখা ছিল ফিলিস্তিনিদের জীবনের মূল্য আছে।

এছাড়া বিক্ষোভে সম্প্রতি গাজা যুদ্ধে শহীদ ফিলিস্তিনি শিশুদের ডামি কফিন বহন করে বিক্ষুব্ধ ফিলিস্তিনিরা।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন মার্কিন | পররাষ্ট্রমন্ত্রীর | রামাল্লাহ | সফরে | ফিলিস্তিনিদের | বিক্ষোভ