আর্কাইভ থেকে দেশজুড়ে

সেপটিক ট্যাংকে মিলল গৃহবধূর মরদেহ, আটক ২

সেপটিক ট্যাংকে মিলল গৃহবধূর মরদেহ, আটক ২

গাজীপুরের কালিয়াকৈরে বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংক থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই গৃহবধূর নাম সেতু আক্তার।

বুধবারদুপুরে উপজেলার বাশাকৈর এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ওই গৃহবধূর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল। মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেঁন। তিনি জানান, বাড়ির পাশের সেপটিক ট্যাংক থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কি কারণে তাকে খুন করা হয়েছে তা এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর হত্যা করে তাকে সেপটিক ট্যাংকে ফেলে রাখে দুর্বৃত্তরা। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই বিস্তারিত জানা যাবে।

তিনি আরও জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন সেপটিক | ট্যাংকে | মিলল | গৃহবধূর | মরদেহ | আটক | ২