দেশে যোগাযোগ মাধ্যমে সারা বাংলাদেশকে রেলের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৭ মে) চাঁপাইনবাবগঞ্জ হতে ম্যাংগো স্পেশাল ট্রেন; মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান প্রধানমন্ত্রী।
এর আগে রাজধানীর আগারগাঁওয়ে ডাক অধিদপ্তরের নবনির্মিত সদর দপ্তর, ‘ডাক ভবন এর উদ্বোধন করেন সরকার প্রধান। সেখানে দেশের সব জেলা উপজেলা ও ইউনিয়নে ব্যাপকভাবে পণ্য পরিবহন চালু করতে ডাক বিভাগকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।