বরিশালে ছাগল বাঁধতে গিয়ে বৈদ্যুতিকপৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়ে আরেক ছেলে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় শ্রীপুর গ্রামের টিবিসি ব্রিকস ফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাবা মো কাশেম হাওলাদার (৫৫ ) ও ছেলে মোক্তার হাওলাদার (২৫ ) ।
তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিম কুমার শিকদার।
তিনি জানান, সকালে ছাগল বাঁধতে যায় কাশেম। পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে প্রথম বাবা বিদ্যুৎপৃষ্ট হয় । পড়ে তাকে বাঁচাতে গেলে ছোট ছেলেও বিদ্যুপৃষ্ট হয়।
পরে বাবা-ছেলেকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
মুনিয়া