অস্ট্রোজেনকার টিকার দ্বিতীয় ডোজ নিতে করোনা ভ্যাক্সিন কেন্দ্রে উপচে পড়া ভীড়।
কেন্দ্র কম করায় ভোর থেকে লাইনে দাড়িয়ে টিকা নিতে হচ্ছে রাজধানীবাসীকে। দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। এখন পর্যন্ত ৫৮ লাখ ১৯ হাজার ৮শ ৫৪ জন প্রথম ডোজ নিয়েছেন। দেশে মোট টিকা এসেছে ১ কোটি ২ লাখ ডোজ।
নতুন করে ভারত থেকে অস্ট্রোজেনকার টিকা না আসায় প্রথম ডোজ নেয়া ১৪ লাখ ৩৯ হাজার ৭শ ৮ জন বাদ পরার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।