আর্কাইভ থেকে আওয়ামী লীগ

করোনা পরিস্থিতির উন্নতি হলে বাণিজ্যমেলার আয়োজন করা হবে: বাণিজ্যমন্ত্রী

করোনা পরিস্থিতির উন্নতি হলে বাণিজ্যমেলার আয়োজন করা হবে: বাণিজ্যমন্ত্রী

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৬তম আসর ১৭ মার্চ থেকে শুরুর হওয়ার কথা থাকলেও আপাতত আর তা হচ্ছে না। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ রোববার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাংলাদেশ-চায়না এক্সিবিশন সেন্টার হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীর কাছে এই এক্সিবিশন সেন্টার হস্তান্তর করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর সঙ্গে আলোচনা করে মেলার সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছিল। বিষয়টি নিয়ে একটা প্রাথমিক সম্মতিও পেয়েছিলাম আমরা। তবে করোনা পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী বলেছেন এটাকে স্লো করার জন্য। পরিস্থিতি উন্নয়ন হলে এটা আমরা করবো। ফলে মেলা আয়োজনের পুরো বিষয়টি এখন নির্ভর করছে করোনা পরিস্থিতির উন্নতির ওপর। আশা করি, এ বছর আমরা একটা সুন্দর সময়ে মেলার আয়োজন করতে পারব।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন করোনা | পরিস্থিতির | উন্নতি | হলে | বাণিজ্যমেলার | আয়োজন | করা | হবে | বাণিজ্যমন্ত্রী