রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশাকে করোনা ভাইরাসের টিকা প্রদানের মাধ্যমে শুরু হয় করোনার টিকাদান কর্মসূচি।
রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বুথে প্রথমে সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশাকে করোনা টিকা প্রদান করা হয়।
এরপর দুপুরে রাজশাহী পুলিশ লাইন হাসপাতালে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এখানে একজন পুলিশ কনস্টেবলকে করোনার টিকা প্রয়োগ করা হয়।
উদ্বোধন শেষে রামেক হাসপাতালে করোনার টিকা গ্রহণ করেন জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার, রামেক হাসপাতালের পরিচালক, চিকিৎসকসহ নার্সরা।
রাজশাহী নগরীতে মোট ১৩টি বুথের মাধ্যমে টিকাদান কার্যক্রম চালানো হয়। এরমধ্যে রামেক হাসপাতালে চারটি, পুলিশ লাইন হামপাতালে একটি ও সিএমএম হাসপাতালে ৮টি বুথ রয়েছে। রাজশাহীতে এ পর্যন্ত নির্ধারিত অ্যাপসে আবেদন জমা পড়েছে প্রায় ৭ হাজার।
পুলিশ লাইন হাসপাতালে টিকাদান কর্মসূচি উদ্বোধনের সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপিস্থত ছিলেন।
মুনিয়া