সচিবালয় ক্লিনিকে করোনাভাইরাসের ( কোভিড-১৯) টিকা নিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
আজ রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রী টিকা নেওয়ার পরে বলেন, এটা চমৎকার একটা ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা শুধু এখানে নয় যতটুকু জানতে পেরেছি জেলা- উপজেলা পর্যায়ে এই টিকা সব জায়গায় দেয়া হচ্ছে। যেখানে যেখানে আমাদের মাননীয় সংসদ সদস্যরা আছেন সেখানে তারা উদ্বোধন করেছেন।
টিকা নেয়ার পর কেমন লাগছে জানতে চাইলে নূরুল ইসলাম সুজন বলেন, আমি তো একই রকম অনুভব করছি, ব্যতিক্রম কোনো অনুভূতি আমার হয়নি। আমি স্বাভাবিক সবকিছুই মনে করছি। আমি আহ্বান জানাব দেশে প্রতিটি নাগরিককে কোনো প্রকার দ্বিধা বা সংকোচ না রেখে আপনারা টিকা নিতে পারেন।
শেখ সোহান