আর্কাইভ থেকে বাংলাদেশ

মোহাম্মদপুরে আগুন, দগ্ধ দুই বছরে শিশুসহ ৩ জন

মোহাম্মদপুরে আগুন, দগ্ধ দুই বছরে শিশুসহ ৩ জন

রাজধানীর মোহাম্মদপুরে নবোদয় হাউজিংয়ে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন। আজ শনিবার (২৯ মে) ভোর ৫টার দিকে দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ তিন জন হলেন: মো. সোহেল (৩৫) তার স্ত্রী লাবণী আক্তার (২৫) ও তাদের দুই বছরের ছেলে মুরসালীন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্তব‌্যরত এক চিকিৎসক জানান, আগুনে সোহেলের শরীরের ৭৫ শতাংশ, লাবণী আক্তারের ৩০ শতাংশ ও মুরসালীনের ৮০ শতাংশ পুড়ে গেছে। তাদের সবার অবস্থায় আশঙ্কাজনক।

তাদের প্রতিবেশীরা জানান, ‘মধ‌্য রাতে কান্নার শব্দ শুনে তারা গিয়ে দেখেন, তাদের টিন সেড ঘরে আগুন জ্বলছে। আশেপাশের লোকজন গিয়ে সোহেল ও লাবণীকে উদ্ধার করে। তবে আগুন বেশি থাকায় বাচ্চাটাকে তারা উদ্ধার করতে পারিনি। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের লোকজন এসে মুরসালীনকে উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জানান, দগ্ধ তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। গ‌্যাসের লিকেজ থেকে ওই বাসায় আগুন লাগে।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন মোহাম্মদপুরে | আগুন | দগ্ধ | দুই | বছরে | শিশুসহ | ৩ | জন