আর্কাইভ থেকে পরিবেশ ও জীববৈচিত্র

পদ্মা ও যমুনার মোহনায় ধরা এক বাঘাইড়ের দাম ৪৪ হাজার টাকা

পদ্মা ও যমুনার মোহনায় ধরা এক বাঘাইড়ের দাম ৪৪ হাজার টাকা

সাড়ে ৩১ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়ল পদ্মা নদীতে। 

শনিবার (২৯ মে) ভোরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের কাছে পদ্মা ও যমুনার মোহনায় ধরা পড়ে মাছটি। 

দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী জানান, শনিবার ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনার মোহনায় জেলে জাল ফেললে এ সময় তার জালে বিশাল আকৃতির এই বাগাইড় মাছটি ধরা পড়ে।

তিনি আরও জানান, স্থানীয় আড়তে ডাকের মাধ্যমে সাড়ে ১২শ’ টাকা কেজি দরে মোট ৩৯ হাজার ৩৭৫ টাকায় কিনেন। এরপর ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৪৪ হাজার ১০০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়। 

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ জানান, এ বছর পদ্মা নদীতে ইলিশ রক্ষা অভিযান সফল হওয়ায় ও পদ্মা নদীর পানি কমে যাওয়ায় বড় বড় মাছ ধরা পড়ছে। এতে স্থানীয় জেলেরা বিগত বছরের লোকসান পুষিয়ে নিতে পারছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন পদ্মা | ও | যমুনার | মোহনায় | ধরা | এক | বাঘাইড়ের | দাম | ৪৪ | হাজার | টাকা