গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে অনিয়মের তদন্তের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশনের (ইসি) তদন্ত কমিটি। বুধবার (১৯ অক্টোবর) সকাল ৯টায় সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভা কক্ষে এ কার্যক্রম শুরু হয়। এদিন ৫২৪ জনের সাক্ষ্য নেয়া হবে।
সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ভোটকেন্দ্রের ৪০ জন প্রিজাইডিং অফিসার, বেলা ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ২৭৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার, বিকেল ৩টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত ২০০ জন পোলিং এজেন্ট, বিকেল ৪টায় মিডিয়া ব্যক্তিত্ব এবং সাঘাটা প্রেসক্লাবে সভাপতি ও সাধারণ সম্পাদক, বিকেল ৪টা ৩০ মিনিটে জেলা নির্বাচন কর্মকর্তা, নওগাঁ ও সহকারি রিটার্নিং অফিসার, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার এবং থানার অফিসার ইনচার্জ সাক্ষ্য দেবেন।
আগামী বৃহস্পতিবার (২০ অক্টোবর) গাইবান্ধা সার্কিট হাউজে পাঁচ প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি ও র্যাবের কমান্ডিং অফিসার দুইজন, রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম এবং জেলা প্রশাসক মো. অলিউর রহমানসহ ২৭ জনের শুনানি অনুষ্ঠিত হবে। শুনানির প্রথম দুই দিন স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক এবং মিডিয়া ব্যক্তিরাও উপস্থিত থাকবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসি।
সর্বমোট ৬৮৫ জন ব্যাক্তিকে শুনানির আওতায় নিয়ে আসার মধ্য দিয়ে এ আসনের উপ-নির্বাচনের ‘ব্যাপক অনিয়ম’ খতিয়ে দেখতে চায় নির্বাচন কমিশন (ইসি)।
উল্লেখ্য, তদন্ত কমিটিতে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথকে আহ্বায়ক এবং সদস্য দুজন হলেন যুগ্ম সচিব কামাল উদ্দিন বিশ্বাস ও শাহেদুন্নবী চৌধুরী। কমিটি সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন নির্বাচন কমিশনে জমা দেবেন।