আর্কাইভ থেকে বাংলাদেশ

চট্টগ্রামে ৪২ মেট্রিক টন পপি বীজ জব্দ

চট্টগ্রামে ৪২ মেট্রিক টন পপি বীজ জব্দ

৪২ মেট্রিক টন পপি বীজ জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস।নিষিদ্ধ মাদক আফিমের কাঁচামাল হিসেবে এসব বীজ মালয়েশিয়া থেকে আনা হয়েছিলো। সরিষার দানা ঘোষণা দিয়ে দু’টি কন্টেইনারে ভরে এসব বীজ আনা হয়।

মঙ্গলবার (১ জুন) সকালে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে,গোপন সংবাদের ভিত্তিতে এই বীজগুলো জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের রাসায়নিক ল্যাবে পরীক্ষার করে পপি বীজের বিষয়ে নিশ্চিত হয় তারা।

ঢাকার আজমিন ট্রেড সেন্টার নামে একটি প্রতিষ্ঠান এসব বীজ আমদানী করে। তাদের মনোনীত সিএন্ডএফ এজেন্ট হটলাইন কার্গো ইন্টারন্যাশনাল। ওই প্রতিষ্ঠান পণ্যগুলো খালাসের জন্য গত ১৮ এপ্রিল বিল অব এন্ট্রি কাস্টমসে দাখিল করে এবং নির্ধারিত শুল্কও পরিবেশাধ করেছিলো। বর্তমানে বীজগুলো জব্দকৃত পণ্য হিসেবে কাস্টমস্ গুদামে আছে।

এ সম্পর্কিত আরও পড়ুন চট্টগ্রামে | ৪২ | মেট্রিক | টন | পপি | বীজ | জব্দ