আর্কাইভ থেকে বাংলাদেশ

ডিজিটাল আইনে গায়ক নোবেলের বিরুদ্ধে মামলা

ডিজিটাল আইনে গায়ক নোবেলের বিরুদ্ধে মামলা

গায়ক নোবেলের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হয়েছে। 

আজ মঙ্গলবার (১ জুন) তার বিরুদ্ধে জজ কোর্টে মামলা করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দেয়ায় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু মামলটি করেন।

সম্প্রতি নিজের ফেসবুক পেজ নোবেল ম্যান থেকে দেশের স্বনামধন্য একাধিক শিল্পীকে নিয়ে মানহানিকর স্ট্যাটাস দেন নোবেল। সে সময় এক স্ট্যাটাসে ইথুন বাবুকে ‘চোর’ বলে আখ্যায়িত করেন এই গায়ক।

ইথুন বাবু বলেন, নোবেলের স্ট্যাটাসের কারণে সবার কাছে আমার সম্মানহানি হয়েছে। তাই আমি এর সুষ্ঠু বিচারের জন্য আইনের আশ্রয় নিয়েছি। থানায় জিডি করার পর এবার জজ কোর্টে মামলাটি করছি।

এ সম্পর্কিত আরও পড়ুন ডিজিটাল | আইনে | গায়ক | নোবেলের | বিরুদ্ধে | মামলা