আর্কাইভ থেকে আওয়ামী লীগ

বিএনপির রাজনীতি খালেদা জিয়ার স্বাস্থ্যে আটকে আছে: তথ্যমন্ত্রী

বিএনপির রাজনীতি খালেদা জিয়ার স্বাস্থ্যে আটকে আছে: তথ্যমন্ত্রী

দেশের উন্নয়ন-অগ্রগতি অনেকে দেখেও দেখে না, বুঝেও বুঝে না। বিএনপির রাজনীতির শুধু খালেদা জিয়ার স্বাস্থ্যে আটকে আছেন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ মঙ্গলবার (১ জুন) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতি, বাংলাদেশ আয়োজিত দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত তফাজ্জল হোসেন মানিক মিয়ার স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তারা সব সময় চিন্তিত। তাদের রাজনীতিকরা শুধু বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আবর্তিত হয়েছে। দেশের মানুষের স্বাস্থ্য উন্নয়ন অগ্রগতি নিয়ে তারা চিন্তা করে বলে মনে হয় না।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন #বিএনপির #রাজনীতি #খালেদা #জিয়ার #স্বাস্থ্যে #আটকে #আছে #তথ্যমন্ত্রী