আর্কাইভ থেকে জাতীয়

শিক্ষার্থীদের টিকা দেয়ার পর খুলবে হল

শিক্ষার্থীদের টিকা দেয়ার পর খুলবে হল

করোনার টিকা দেয়ার পরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক হলগুলো খুলে দেয়া হবে। এরপর শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণে শুরু হবে শিক্ষা কার্যক্রম।

সোমবার (৩১ মে) শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো খোলার বিষয়ে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 

শর্ত সাপেক্ষে দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে সরাসরি ও অনলাইনে পরীক্ষা গ্রহণের অনুমতি দেয়া হয়েছে। 

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্রুততম সময়ের মধ্যে করোনার টিকা প্রদানের আওতায় নিয়ে আসাসহ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন শিক্ষার্থীদের | টিকা | দেয়ার | খুলবে