আর্কাইভ থেকে আইন-বিচার

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা, স্বামী-দেবর গ্রেফতার

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা, স্বামী-দেবর গ্রেফতার
টাঙ্গাইলের মধুপুর পৌর এলাকার অলিপুর গ্রামের অন্তঃসত্ত্বা নাসরীন আক্তার (২৪) নামে এক গৃহবধূর মৃত্যুর ৪০ দিন পর ময়নাতদন্তে বেরিয়ে এলো হত্যার মোটিভ। বৃহস্পতিবার (২০ অক্টোবর) স্বামী ও দেবরকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। শুভ ও শান্ত অলিপুর গ্রামের বাসিন্দা সাবেক পুলিশ সদস্য আবদুস সালামের ছেলে। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা নয়, ময়নাতদন্তে হত্যার আলামত মিলেছে। হত্যার দায়ে পুলিশ বুধবার রাতে শেরপুর জেলার নকলা উপজেলা থেকে স্বামী আবুল হাসনাত শুভ ও দেবর হাসিবুল হাসান শান্তকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত কর্মকর্তা মধুপুর থানার এসআই মেহেদী হাসান রাব্বি বলেন, গত ১৮ সেপ্টেম্বর সকালে অলিপুর গ্রামের নিজ ঘরে ঝুলন্ত অবস্থা থেকে নাসরিন আক্তারের লাশ উদ্ধার হয়। তখন আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়। কিন্তু নাসরিনের বাবার পরিবার থেকে একে হত্যা বলে দাবি করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে জিডি মূলে লাশ মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার আলামত মিলে।

এ সম্পর্কিত আরও পড়ুন অন্তঃসত্ত্বা | গৃহবধূকে | হত্যা | স্বামীদেবর | গ্রেফতার