আর্কাইভ থেকে দেশজুড়ে

খুলনায় এবার খেয়াঘাট বন্ধ

খুলনায় এবার খেয়াঘাট বন্ধ
যাত্রী প্রতি ১ টাকা ভাড়া বৃদ্ধির দাবিতে খুলনার রূপসা নদীতে পারাপার বন্ধের ঘোষণা দিয়েছে পূর্ব ও পশ্চিম রূপসা ইঞ্জিনচালিত নৌকা মাঝি সংঘ। শনিবার (২২ অক্টোবর) সকাল থেকে ২৪ ঘণ্টা ঘাট পারাপার বন্ধ থাকবে বলে জানিয়েছে সংগঠনটি। কিন্তু শুক্রবার রাত ৯টা হতেই যাত্রী পারাপার বন্ধ করে দিয়েছে সংগঠনটি। তবে রাজনৈতিক চাপে যাত্রী পারাপার বন্ধ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে দুর্ভোগে পড়েছে ঘাট পারাপারের সাধারণ মানুষ। সংগঠনটির সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ ব্যাপারী গণমাধ্যমকে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ঘাট পারাপারে যাত্রী প্রতি ১ টাকা ভাড়া বৃদ্ধির দাবিতে আমরা খুলনা সিটি করপোরেশনের মেয়র, খুলনা জেলা প্রশাসক, রূপসা উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করি। কিন্তু, এতে কোনো ফল না পেয়ে আমাদের ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সভায় সর্বসম্মত সিদ্ধান্ত ও রেজুলেশন

এ সম্পর্কিত আরও পড়ুন খুলনায় | এবার | খেয়াঘাট | বন্ধ