নরসিংদীর শিবপুরে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। শিশুটির নাম জুনায়েদ মিয়া (১২)। নিহত জুনায়েদ হিজলিয়াত গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
বুধবার রাতের কোনো এক সময় উপজেলার আয়ুবপুর ইউনিয়নের হিজলিয়াত গ্রামে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন আয়ুবপুর ইউপি চেয়ারম্যান মো:মজিবুর রহমান সরকার ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, জুনায়েদ মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সাথে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর তার আর খোঁজ মেলেনি। বুধবার সকালে বাড়ির পাশের এক পুকুর পাড়ের সাথে পরিত্যাক্ত এক খুপড়িতে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায় ।
শিবপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সালাহউদ্দিন মিয়া বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আইনি পদক্ষেপ নেবো।
মুনিয়া