আর্কাইভ থেকে অপরাধ

চলন্ত বাসে গণধর্ষণ: আবারো রিমান্ডে চার আসামি

চলন্ত বাসে গণধর্ষণ: আবারো রিমান্ডে চার আসামি

সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার পাঁচ আসামির মধ্যে চারজনকে আবারও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। 

বুধবার (২ জুন) দুপুরে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হলে এ রিমান্ড মঞ্জুর করা হয়।

ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান শিকদারের আদালতে এ রিমান্ড শুনানি হয়। এ সময় একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ নিয়ে দুইজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন।

জবানবন্দি দেয়া আসামিরা হলেন- নারায়ণগঞ্জের বন্দর থানার ধামঘর এলাকার জহুর উদ্দিনের ছেলে মনোয়ার (২৪) ও বগুড়ার ধুনট থানার খাটিয়ামারি এলাকার সুলতান মিয়ার ছেলে সুমন (২৪)।

আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ ছাড়াও ঢাকার তুরাগ থানার গুলবাগ ইন্দ্রপুর ভাসমান গ্রামের নজরুল ইসলামের ছেলে আরিয়ান (১৮), কুষ্টিয়ার দৌলতপুর থানার তারাগুনা এলাকার মৃত আতিয়ারের ছেলে সাজু (২০), বগুড়ার ধুনট থানার খাটিয়ামারি এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে সোহাগ (২৫) ও দুপচাঁচিয়া থানার জিয়ানগর গ্রামের সামছুলের ছেলে সাইফুল ইসলামের (৪০) আবার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ২৮ মে মধ্যরাতে আশুলিয়ায় চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন এক তরুণী। এ ঘটনায় রাতে পাঁচজনকে ওই বাস থেকে আটক করা হলেও একজন পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট ইন্সপেক্টর মেজবাউদ্দিন আহমেদ জানান, গণধর্ষণের ঘটনায় পাঁচ দিনের রিমান্ড চেয়ে পাঁচ আসামিকে ফের আদালতে পাঠায় পুলিশ। এদের মধ্যে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাকে কারাগারে পাঠানো হয়। বাকিদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন চলন্ত | বাসে | গণধর্ষণ | আবারো | রিমান্ডে | চার | আসামি