আর্কাইভ থেকে করোনা ভাইরাস

কোভ্যাক্সে নতুন করে ২৪০ কোটি ডলার তহবিল বরাদ্দ

কোভ্যাক্সে নতুন করে ২৪০ কোটি ডলার তহবিল বরাদ্দ

কোভ্যাক্স প্রকল্পের আওতায় গরিব দেশগুলোতে ভ্যাকসিন বিতরণের জন্য আরও ২৪০ কোটি ডলারের তহবিল বরাদ্দ দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ।

বুধবার জাপান এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন্স গ্যাভি'র আয়োজনে এক ভিডিও সম্মেলনে এই তহবিল বরাদ্দ দেওয়া হয়। ফলে চলতি বছর এবং আগামী বছরের শুরুতে নিম্ন আয়ের দেশগুলোতে করোনা টিকার ১৮০ কোটি ডোজ সরবরাহ করা সম্ভব হবে। 

নতুন এই অনুদানের পর কোভ্যাক্সের মোট তহবিল বেড়ে দাঁড়িয়েছে ৯৬০ কোটি ডলারে। সম্মেলনে ৮০ কোটি ডলার এবং ৩ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজ দেড় কোটি ডোজ ভ্যাকসিন ও ৬ কোটি ডোলার বরাদ্দের ঘোষণা দিয়েছেন। অস্ট্রেলিয়া দেবে আরো প্রায় চার কোটি ডলার। 

এছাড়া কোভ্যাক্সে তহবিল বরাদ্দ করেছে কানাডা, সুইডেন, ফ্রান্স, সুইজারল্যান্ড এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। গেল ফেব্রুয়ারি থেকে কোভ্যাক্স প্রকল্প থেকে ১২৭টি দেশে সাত কোটি ৭০ লাখ ডোজ টিকা বিতরণ করা হয়েছে। তবে ভারতের টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞার কারণে কিছুটা বাধাগ্রস্ত হয়েছে এই কার্যক্রম।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন কোভ্যাক্সে | নতুন | করে | ২৪০ | কোটি | ডলার | তহবিল | বরাদ্দ