আর্কাইভ থেকে দেশজুড়ে

সাতক্ষীরায় করোনা শনাক্তের হার ৫৩ শতাংশ

সাতক্ষীরায়  করোনা শনাক্তের হার ৫৩ শতাংশ

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সাতক্ষীরায় শনিবার (৫ জুন) থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

আজ বৃহস্পতিবার এ ঘোষণা দেয় জেলা প্রশাসন। জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে এ সময়ে জরুরি পরিসেবা চালু থাকবে।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় উপস্থিত ছিলেন- সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত, পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদসহ আরও অনেকে।

সীমান্ত জেলা সাতক্ষীরায় গেলো ২৪ ঘণ্টায় ৯৩ জনের করোনা পরীক্ষায় করে ৫০ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। করোনা শনাক্তের হার ৫৩ শতাংশ। ২৯৫ জন করোনা উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্য ৫২ জন করোনা পজিটিভ।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন সাতক্ষীরায় | | করোনা | শনাক্তের | হার | ৫৩ | শতাংশ