আর্কাইভ থেকে দেশজুড়ে

দোকানে নেই চিনি, সবজি বাজারে অস্থিরতা

দোকানে নেই চিনি, সবজি বাজারে অস্থিরতা
কাঁচা বাজারে প্রতিটি সবজিতে দশ থেকে বিশ টাকা বেশি। বাজারে নেই চিনি। সরকারি নির্দেশ মতে বাজারে পর্যাপ্ত চিনি থাকার কথা থাকলেও দোকানীরা বলছে ভিন্নকথা। আজ শুক্রবার (২৮ অক্টোবর) রাজধানীর কাওরান বাজারে গিয়ে এমন চিত্র দেখা গেছে । ঘুর্ণিঝড় সিত্রাংয়ের কারনে বাজারে কাঁচা সবজির দাম কেজি প্রতি ১০ টাকা থেকে ৫০ টাকাও বেড়েছে। রাজধানীতে কাঁচা সবজির আমদামী বাড়লে এই দাম কিছুটা কমবে এমন কথা বলছেন দোকানীরা। টমেটো কেজি প্রতি ১৩০ থেকে ১৪০টাকা । বেড়েছে শশার দাম কেজি প্রতি ৮০ থেকে ১০০টাকা । এছাড়াও প্রতিটি পণ্য কমপক্ষে ৫ টাকা বেশি দাম বিক্রি হচ্ছে। দাম বৃদ্ধির কারণ হিসেবে- ঘুর্ণিঝড় সিত্রাংয়ে যোগাযোগ ব্যহত হওয়ায় কাঁচা পণ্য নষ্ট হয়েছে এবং রাজধানীর বাজারে আসতে না পারায় দাম এতো বেড়েছে বলে অভিযোগ করেছেন সবজি বিক্রেতারা । কিন্তু ক্রেতারা বলছেন ভিন্ন কথা, তারা বলছেন এগুলো অজুহাত মাত্র, বাজারে প্রচুর সবজি আমদামী আছে অসাধু ব্যবসায়ীরা এসব দাম বাড়িয়ে দিচ্ছে। এদিকে চিনির বাজারেও খারাপ প্রভাব পরেছে। কোন দোকানে চিনি নেই আর থাকলেও কেজি প্রতি দাম রাখছেন ১২০ থেকে ১৩০ টাকা। মুদি দোকানীরা বলছেন, যে ডিলাররা আগে তাদের চিনি দিত এখন তা না দিয়ে তারা সরাসরি ট্রাকে করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে নিজেরাই ক্রেতাদের কাছে চিনি বিক্রি করছে। প্যাকেটের গায়ের লিখা মূল্যেই তারা বেশি দামে চিনি বিক্রি করছে বলেও অভিযোগ করেন দোকানীরা। তারা আরও জানান, সরকার নির্দেশ দিলেও কোন কোম্পানি এখনও চিনি সর্বরাহ করেননি। চিনি এবং সবজি বাজারে সরকারি মনিটরিং দরকার বলে দাবী জানান ক্রেতা এবং দোকানীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন দোকানে | নেই | চিনি | সবজি | বাজারে | অস্থিরতা