আর্কাইভ থেকে ক্রিকেট

সিডনিতে ‘দাওয়াত-কাণ্ড’ নিয়ে সমালোচিত সাকিব

সিডনিতে ‘দাওয়াত-কাণ্ড’ নিয়ে সমালোচিত সাকিব
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পাফমেন্স, বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৪ রানের বিশাল ব্যবধানে হার মেনে নিতে পারছে না দেশের ক্রিকেট সমর্থকরা। সমালোচিত হচ্ছেন সাকিবসহ দলের সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে সিডনিতে সাকিবের এব ‘দাওয়াত-কাণ্ড’ নিয়ে নেতিবাচক খবরের শিরোনাম হচ্ছে টাইগারদের দলপতি। এবার তার বিরুদ্ধে অভিযোগ, বিসিবির বা টিম ম্যানেজমেন্টের অনুমতি না নিয়েই সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি।  তার সঙ্গে ছিলেন পেসার তাসকিন আহমেদও। সাকিবের এই কাণ্ডে বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুস ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। অনুষ্ঠানে সাকিব ও তাসকিনের যোগদানকে শৃঙ্খলা অমান্য বলেই দেখছেন অনেকে। তিনি বললেন, অনুষ্ঠানটা করতে মানা করেছিলাম আমরা। তারপরও তারা শোনেনি। সাকিবরা কেন গেল জানি না। আমরা ওদের যেতে বলিনি। এর আগেও ব্রিসবেনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিতর্কের মুখে পড়েন সাকিবসহ দলে ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে টাইগাররা ২৫ অক্টোবর সিডনিতে আসবে তা আগেই জানা ছিল সেখানের বাংলাদেশি প্রবাসীরা। ২৫ তারিখেই অনুষ্ঠানটি রাখে আয়োজক সংগঠন। এই অনুষ্ঠানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আগে থেকেই ব্যাপক প্রচারণা চালানো হয়। বিভিন্ন ক্যাটাগরিতে একশ টিকিট বিক্রি করা হয়। সিডনি সিটির জাফরান রেস্তোরাঁয় গেলো মঙ্গলবার হয়ে সেই অনুষ্ঠান।

এ সম্পর্কিত আরও পড়ুন সিডনিতে | দাওয়াতকাণ্ড | নিয়ে | সমালোচিত | সাকিব