আর্কাইভ থেকে ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপ: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ম্যাচের শুরুর সৌভাগ্যটা বাংলাদেশের পক্ষে গেলো আজ। টস জিতলেন সাকিব আল হাসান এবং জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি। রোববার (৩০ অক্টোবর) ব্রিসবেনের গ্যাবায় দুই দলের সুপার টুয়েলভে ‘গ্রুপ ১’র গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সকাল ৯ টায়। নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ রানে জয়ের পর দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশকে অনেকটাই পেছনের পায়ে ঠেলে দিয়েছে। ঘুরে দাঁড়ানোর জন্য সাকিব আল হাসানরা আজ পেয়েছে জিম্বাবুয়েকে। যদিও এই দলটির কাছেই কিছুদিন আগে তাদের মাটিতেই ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল টাইগাররা। আগের ম্যাচ থেকে একাদশে একটি পরিবর্তন করেছে বাংলাদেশ। স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের জায়গায় ইয়াসির আলীকে দলে ফেরানো হয়েছে। অন্যদিকে জিম্বাবুয়েও একটি পরিবর্তন এনেছে তাদের একাদশে। লুক জংওয়ের জায়গায় একাদশে ফিরেছেন পেসার টেন্ডাই চাতারা। বিশ্বকাপের মঞ্চে এবারই প্রথম জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। অথচ আন্তর্জাতিক ক্রিকেটে এই জিম্বাবুয়ে দলই বাংলাদেশের সবচেয়ে নিয়মিত প্রতিপক্ষ। এছাড়া গ্যাবার মাঠে এটিই হবে বাংলাদেশের প্রথম কোনো ম্যাচ। এখন পর্যন্ত টাইগাররা সর্বোচ্চ ১৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে। যেখানে সর্বোচ্চ ১২টি জয় এসেছে সাকিবদের, বিপরীতে ৭ ম্যাচে হেরেছে। সেদিক থেকে বিশ্বকাপে দলটার বিপক্ষে ‘অভিষেক’ ম্যাচে বাংলাদেশ দলেরই পরিষ্কার ফেবারিট থাকার কথা। তবে সবশেষ দেখায় সিরিজ কিন্তু জিতেছে আফ্রিকার দলটিই। বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন। জিম্বাবুয়ে একাদশ: রেজিস চাকাভা (উইকেটকিপার), ক্রেইগ আরভিন (অধিনায়ক), শন উইলিয়ামস, সিকান্দার রাজা, ওয়েসলি মাধভেরে, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভানস ও রিচার্ড নাগারভা।

এ সম্পর্কিত আরও পড়ুন টিটোয়েন্টি | বিশ্বকাপ | টস | জিতে | ব্যাটিংয়ে | বাংলাদেশ