আর্কাইভ থেকে বাংলাদেশ

অত্যাধুনিক হামলাকারী সাবমেরিন কিনছে ভারত

অত্যাধুনিক হামলাকারী সাবমেরিন কিনছে ভারত

৫০ হাজার কোটি টাকার ছয়টি শক্তিশালী সাবমেরিন যুক্ত হচ্ছে ভারতীয় নৌ বাহিনীতে। এ নিয়ে আজ শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।

ভারতীয় গণমাধ্যম জি নিউজের খবরে বলা হয়েছে, ইতোমধ্যে এই প্রস্তাবের খসড়া তৈরি হয়ে গেছে। বৈঠকে খসড়া জমা নেওয়া হবে।

জি নিউজ আরও জানায়, প্রকল্পটি দীর্ঘদিনের। এই ছয়টি সাবমেরিন ফ্রান্সের সঙ্গে গাঁটছড়া বেঁধে ম্যাজাগন ডকইয়ার্ডস লিমিটেড নির্মিত স্কর্পিন বা কালভারি শ্রেণির সাবমেরিনের উত্তরসূরী হবে।

স্পেসিফিকেশনে বলা হয়, সাবমেরিনগুলোতে অ্যান্টি শিপ ক্রুজ মিসাইল থাকতে হবে। ১২টি ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল বহন করার ক্ষমতা থাকতে হবে। এছাড়া ১৮টি হেভিওয়েট টর্পেডো বহন ক্ষমতা যেন থাকে এবং ক্ষেপণে সিদ্ধহস্ত হয়।

সরকারি সূত্রের বরাত দিয়ে জি নিউজ জানিয়েছে, হামলাকারী সাবমেরিনসহ মোট ২৪টি সাবমেরিন সংগ্রহ করার পরিকল্পনা করেছে ভারত।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন অত্যাধুনিক | হামলাকারী | সাবমেরিন | কিনছে | ভারত