আর্কাইভ থেকে করোনা ভাইরাস

বাড়িতে করোনা পরীক্ষার কিট বাজারে এনেছে ভারত

বাড়িতে করোনা পরীক্ষার কিট বাজারে এনেছে ভারত

দেশীয় পদ্ধতিতে তৈরি দ্রুত করোনা পরীক্ষার কিট বাজারে এনেছে ভারত। এই কিটের মাধ্যমে মাত্র ১৫ মিনিটে বাড়িতেই পাওয়া যাবে করোনা পরীক্ষার রিপোর্ট। সলিউশন। এই কিটের নাম কোভিসেল্ফ।

ভারতের গণমাধ্যম হিন্দুস্থান টাইমস জানায়, বৃহস্পতিবার ভারতে বাণিজ্যিকভাবে এই কিটের উদ্বোধন করা হয়েছে। দেশজুড়ে দুই থেকে তিন দিনের মধ্যে এই কিট পাওয়া যাবে বিভিন্ন ওষুধের দোকানে।

এই কিট উৎপাদন করেছে ভারতের মাইল্যাব ডিসকভারি। এর প্রতি ইউনিটের দাম পড়বে ২৫০ টাকা। ইতোমধ্যে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চের অনুমোদন পেয়েছে কিটটি।

উৎপাদনকারী সংস্থা মাইল্যাব ডিসকভারি জানায়, এই কিটের মাধ্যমে বাড়িতে বসেই কারো করোনা হয়েছে কিনা তা নির্ণয় করা যাবে।

আইসিএমআরের গাইডলাইন অনুযায়ী, করোনা আক্রান্তের সংস্পর্শে আসা কোনো ব্যক্তি যদি বুঝতে চান তার করোনা হয়েছে কিনা, তাহলে এই টেস্ট কিটের মাধ্যমে পারবে। একটি কিটে একবারই করোনা পরীক্ষা করা যাবে।

ডিসকভারি সলিউশনের ম্যানিজিং ডিরেক্টর হাসমুখ রাওয়াল জানান, নিজের করোনা পরীক্ষা নিজেই করা গেলে তা সংক্রমণরোধে অনেকটা সাহায্য করবে। এই টেস্ট কিটকে আমরা গ্রামের দিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। যেখানে করোনা পরীক্ষা করাতে যাওয়া খুবই সমস্যা। এর ফলে উপকৃত হবে গ্রামের মানুষ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন বাড়িতে | করোনা | পরীক্ষার | কিট | বাজারে | এনেছে | ভারত