আর্কাইভ থেকে বাংলাদেশ

দেশে প্রথম বারের মতো পালিত হচ্ছে জাতীয় চা দিবস

দেশে প্রথম বারের মতো পালিত হচ্ছে জাতীয় চা দিবস

 আজ ৪জুন (শুক্রবার) দেশে প্রথমবারের মতো জাতীয় চা দিবস পালন করা হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার তারিখটিকে স্মরণীয় করে রাখতে দেশে প্রথমবারের মতো এ দিবস পালন করা হচ্ছে।

১৯৫৭ সালের ৪ জুলাই প্রথম বাঙালি চেয়ারম্যান হিসেবে চা বোর্ডের দায়িত্ব গ্রহণ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ২০২০ সালের ২০ জুলাই মন্ত্রিসভার বৈঠকে দিনটিকে স্মরণীয় রাখতে জাতীয় চা দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও চা বোর্ডের উদ্যোগে দিবসটি পালনের নানা কর্মসূচি নেয়া হয়েছে।

আজ সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় চা দিবসের উদ্বোধন করা হবে। রয়েছে আলোচনা সভাও।  বিভিন্ন প্রতিষ্ঠানের চা, শ্রীমঙ্গলে টি মিউজিয়ামে সংরক্ষিত চা শিল্পের দুর্লভ জিনিসপত্র প্রদর্শন করা হবে।।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন দেশে | প্রথম | বারের | মতো | পালিত | হচ্ছে | জাতীয় | চা | দিবস