আর্কাইভ থেকে জাতীয়

পঞ্চগড়ে প্রথমবারের মত জাতীয় চা দিবস উদযাপিত

পঞ্চগড়ে প্রথমবারের মত জাতীয় চা দিবস উদযাপিত

মুজিব বর্ষের অঙ্গিকার, চা শিল্পের প্রসার, এ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে প্রথমবারের মতো জাতীয় চা দিবস পালিত হয়েছে।

বানিজ্য মন্ত্রণালয়ের তত্ত্ববধানে বাংলাদেশ চা বোর্ড দিবসটির আয়োজন করে। 

শুক্রবার পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চা প্রদর্শনী মেলার আয়োজন করা হয়। পঞ্চগড় জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন এই চা প্রর্দশনী মেলার উদ্বোধন করেন। মেলায় ১৫টি স্টল স্থাপন করা হয়েছে। পঞ্চগড়ে উৎপাদিত অর্গানিক চাসহ বিভিন্ন প্রকার চা স্টলগুলোতে প্রদর্শন করা হয়।

পরে ক্ষুদ্র চা চাষী এবং চা পাতা প্যাকেজিং মালিকদের নিয়ে এক আলাচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্ত আলোচনায় জেলার ক্ষুদ্র চা চাষীরা চা চাষের বর্তমান ভবিষ্যৎ ও চা পাতার মুল্য নিয়ে  অভিমত ব্যক্ত করেন।

সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন পঞ্চগড় চা বোর্ডের প্রকল্প পরিচালক ড.শামিম আল মামুন।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন পঞ্চগড়ে | প্রথমবারের | মত | জাতীয় | চা | দিবস | উদযাপিত