আর্কাইভ থেকে করোনা ভাইরাস

বেলজিয়ামে লকডাউনবিরোধী সশস্ত্র সেনার ভয়ে কোভিড বিজ্ঞানী গৃহবন্দি

বেলজিয়ামে লকডাউনবিরোধী সশস্ত্র সেনার ভয়ে কোভিড বিজ্ঞানী গৃহবন্দি

সামরিক বাহিনীর সদস্যদের সহায়তায় প্রায় তিন সপ্তাহ ধরে স্ত্রী, সন্তানকে নিয়ে স্বেচ্ছা গৃহবন্দি রয়েছেন বেলজিয়ামের শীর্ষস্থানীয় সংক্রমণ বিশেষজ্ঞ অধ্যাপক মার্ক ভন র‍্যানস্ট। করোনাকালীন লকডাউন এবং বিধিনিষেধের কট্টর বিরোধী এক সেনা কর্মকর্তার আক্রমণের ভয়ে এ ব্যবস্থা নিয়েছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, চলমান মহামারিতে বিশ্বব্যাপী আক্রমণের শিকার হয়েছে অনেক কোভিড বিজ্ঞানী। তবে, অধ্যাপক মার্ক ভন র‍্যানস্টের ঘটনা একেবারেই আলাদা। গা ঢাকা দিয়েছেন কট্টর লকডাউনবিরোধী ও প্রতিশোধপরায়ণ সামরিক বাহিনীর শুটিং ইনস্ট্রাক্টর জর্জেন কোনিংস। তাঁর সঙ্গে একটি মেশিনগান ও রকেট লাঞ্চার রয়েছে। তাকে খুঁজে পাচ্ছে না বেলজিয়াম পুলিশ।

গেল ১৮ মে কোভিড বিজ্ঞানী অধ্যাপক মার্ক ভন র‍্যানস্টের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সেনা ব্যারাক থেকে পালানো জর্জেন কোনিংস। যে সময়টায় ভন র‍্যানস্ট বাড়ি ফেরেন ঠিক তখনই সেখানে দাঁড়ান তিনি। কিন্তু সেদিন আগে বাড়ি ফিরেছিলেন অধ্যাপক র‍্যানস্ট। ঘটনার সময় পরিবারের সঙ্গে বাড়ির ভেতরে ছিলেন তিনি।

বেলজিয়ামে লকডাউনবিরোধী মানুষের মধ্যে বেশ জনপ্রিয় কট্টর ডানপন্থি সেনা কর্মকর্তা জর্জেন কোনিংস। রাস্তায় যানবাহনে তাকে হিরো বলে সম্বোধন করে প্ল্যাকার্ড প্রদর্শন করতেও দেখা গেছে। জর্জেনের সমর্থনে সাবেক সেনাদের একটি ফেসবুক গ্রুপও খোলা হয়েছে। ওই গ্রুপটি বন্ধ করে দেওয়ার আগে সদস্য সংখ্যা দাঁড়ায় ৫০ হাজার। পরে ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে একটি গ্রুপ খুলেছে তারা।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন বেলজিয়ামে | লকডাউনবিরোধী | সশস্ত্র | সেনার | ভয়ে | কোভিড | বিজ্ঞানী | গৃহবন্দি