আন্তর্জাতিক

হামাসের বিরুদ্ধে যুদ্ধে নিহত ইসরাইলি সেনার সংখ্যা বাড়ছে

হামাসের বিরুদ্ধে যুদ্ধে নিহত ইসরাইলি সেনার সংখ্যা বাড়ছে
হামাসের বিরুদ্ধে যুদ্ধে গাজা উপত্যকায় আরও দুই ইসরাইলি সেনা নিহত হয়েছেন। দুই সেনার মৃত্যুতে গাজায় স্থল হামলা শুরুর পর নিহত ইসরাইলি সেনার সংখ্যা বেড়ে ২৯৪ হয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে । গেলো ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় হামাস। এতে এক হাজার ১৭০ জন নিহত হন। নিহতদের মধ্যে কিছু সেনা সদস্য রয়েছেন। তবে তারা এই ২৯৪ জন নিহতের মধ্যে অন্তর্ভুক্ত নন। মূলত স্থল হামলা শুরুর পর থেকে নিহতদের নাম এই তালিকায় যোগ করে ইসরাইল। এই হামলার প্রতিশোধ হিসেবে সেদিনই গাজার বিরুদ্ধে নজিরবিহীন হামলা শুরু করে ইসরাইল। পরবর্তীতে স্থলবাহিনীও এতে যোগ দেয়। গেলো ৭ মাসে ফিলিস্তিনি নিহতের সংখ্যা অন্তত ৩৬ হাজার ছাড়িয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু। এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন হামাসের | বিরুদ্ধে | যুদ্ধে | নিহত | ইসরাইলি | সেনার | সংখ্যা | বাড়ছে